জয়পুরহাট থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাব ৫ জয়পুরহাটের সদস্যরা। র্যাব সূত্রে জানা যায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সদর থানার হাতিল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে।
র্যাব জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা জয়পুরহাট সদর থানায় হামলা চালিয়ে থানা লুটপাট ও অগ্নি সংযোগ করে এবং আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করে নিয়ে যায়।
আরও পড়ুনসেই দিনের লুটপাট হওয়া একটি সাউন্ডগ্রেনেড র্যাব উদ্ধার করেছে। তিনি আরও জানান, আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) র্যাব অভিযানকালে কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে র্যাব লাল রঙ্গের একটি ব্যাগ থেকে টিস্যুতে মোড়ানো অবস্থায় সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করে।
মন্তব্য করুন