ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে এবার ৭৫টি মন্ডপে দুর্গা পূজা হবে

জয়পুরহাটের পাঁচবিবিতে এবার ৭৫টি মন্ডপে দুর্গা পূজা হবে। ছবি : দৈনিক করতোয়া

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলায় এবার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৭৬টি মন্ডপে পূজা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে বিভিন্ন মন্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এগুলো। ক’দিন পরেই রং তুলির আঁচড়ে দৃষ্টিনন্দন করা হবে এসব প্রতিমার অবয়ব।

পুরোহিত অনুপ চন্দ্র বলেন, পঞ্জিকা মতে আগামি ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। বাঙালি হিন্দু সস্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এখন হিন্দু সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তৈরি করছেন দেবী দূর্গাকে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাঁচবিবি উপজেলার সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী বলেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে প্রত্যেকটি পূজা মন্দিরে স্থানীয় ভাবে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি যে, শান্তিপূর্ণ পরিবেশে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভাপতি পরমেশ্বর মাহাতো জানান, এবার উপজেলায় ৭৫ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

এর মধ্যে পৌরসভায় ১৫টি, বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ১০টি, বালিঘাটা ইউনিয়নে ৬টি, আটাপুর ইউনিয়নে ৯টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৩টি, কুসুম্বা ইউনিয়নে ৮টি ও আওলাই ইউনিয়নে ৩টি পূজা মন্ডপে পূজার আয়োজন শুরু হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গা পূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পূজা কমিটির লোকজনের সাথে কথা বলেছি। পূজা চলাকালীন সময়ে সকল মন্ডপে নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশের টহল টিম থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন