ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ-গুলি

খুলনায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ-গুলি

খুলনা জেলা বিএনপির সদস্যসচিব আবু হোসেন বাবুর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীদের ধরতে স্থানীয়রা এগিয়ে এলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় তারা।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতী গ্রামের  বাড়িতে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ৮টি মোটরসাইকেলে এসে কয়েকজন যুবক খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়ির সামনে একটি চায়ের দোকানে অবস্থান নেয়। রাত সাড়ে ১০ টার দিকে পাঁচজন যুবক বাবুর বাড়ির ভেতরে প্রবেশ করে দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

দলীয় সূত্র জানায়, স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর শেখ আবু হোসেন বাবু সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন। তাদের ধারণা রাজনীতির মাঠে বাবুর সক্রিয় হয়ে ওঠার ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ককটেল বিস্ফোরণের সময় বাবু বাড়িতেই ছিলেন। খবর পেয়ে রূপসা থানার ওসি মুহম্মদ মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

রূপসা থানার ওসি মুহম্মদ মাহফুজুর রহমান ককটেল (বোমা) বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার কথা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। তবে বুধবার বেলা ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে জেলা বিএনপির সদস্যসচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বুধবার দুপুর সাড়ে ৩ টায় রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সরকারি বেলফুলিয়া কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে শেখ আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপির নেতারা।বিবৃতিদাতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,  তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে এমপি প্রার্থী রায়হান জামিল

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত, মহাসড়ক অবরোধ

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

ভারতে সেনাবাহিনীর মতো ইউনিফর্ম পরে ব্যাংক থেকে ২০ কোটি রুপির স্বর্ণ লুট