ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ হবে : বিচারপতি শাহীন

নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ হবে : বিচারপতি শাহীন। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে ভালো মানুষ গড়ে তুলতে হবে। আর একজন ভালো মানুষ তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নৈতিক শিক্ষার মাধ্যমে ভালো মানুষ গড়ে তুলতে পারলে সামাজিক অবক্ষয় রোধ হবে। অপরাধমুলক কর্মকান্ড কমে যায়। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ধুনট উপজেলার জিএমসি ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয়, মুলতানী পারভিন শাজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়, খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় ও গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। এসময় তিনি বিদ্যালয় গুলোতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুন

পরিদর্শকালে উপস্থিত ছিলেন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, জিএমসি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন, এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, সভাপতি লুৎফর রহমান, পীরহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের সরকার, গোপালনগর ইউএকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চিলমারীতে গৃহবধূ প্রতারণার শিকার, ৬ মাস ঘরছাড়া

বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুরক্ষা বাঁধে ধস

সরকারি দুই কর্মকর্তার বাড়ি ও সম্পদ ক্রোক

পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে নওগাঁর রক্তদহ বিল

কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস