ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধনে যোগ দেবেন আখতার

আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধনে যোগ দেবেন আখতার, ছবি: সংগৃহীত।

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকীতে উদ্বোধন হতে যাচ্ছে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ। উদ্বোধনে যোগ দেবেন আট স্তম্ভের স্বপ্নদ্রষ্টা আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। দলের মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩ টায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী চত্বরে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ সময় আট স্তম্ভ উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।২০২০ সালের ৭ অক্টোবর, আবরার ফাহাদের প্রথম শাহাদতবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সর্বপ্রথম আট স্তম্ভ নির্মাণ করা হয়। যার নেতৃত্ব দেন আখতার হোসেন। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে তা ভেঙে ফেলা হয়। এছাড়াও আট স্তম্ভ নির্মাণের নেতৃত্ব দেওয়ার কারণে আখতার হোসেন ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন।

স্মৃতিস্তম্ভের ফলকে লেখা ছিলো ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। আবরার ফাহাদ তার ফেসবুক প্রোফাইলেও ওই উক্তি ব্যবহার করেছিলেন।আট স্তম্ভের বিষয়গুলো হলো, সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা।

আরও পড়ুন

আখতার হোসেন বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েট শিক্ষার্থী আবরার আজ থেকে ছয় বছর আগে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তাই আমরা এই স্থাপনাটির নাম দিয়েছিলাম আগ্রাসনবিরোধী আট স্তম্ভ।

তিনি আরও বলেন, আমরা মনে করছি, আটটি স্তম্ভ আটটি বিষয়কে নির্দেশ করবে। এই আটটি বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তা হলে আমরা একটি আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়তে পারবো।এ সময়, স্মরণ সভা ও আট স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সদয় উপস্থিতির অনুরোধ জানান তিনি।২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরারকে শেরেবাংলা হলের কক্ষে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা নির্মমভাবে নির্যাতন করে। এতে তিনি শহীদ হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন