ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

মিরাজদের আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

মিরাজদের আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের কাছে টানা তিন সিরিজ হার নিশ্চিত করা বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ এখন হোয়াইটওয়াশ এড়ানো। অন্যদিকে আফগানিস্তান মাঠে নামবে প্রতিপক্ষকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার স্বপ্ন নিয়ে। আজ বাংলাদেশ ও আফগানিস্তানের এই ম্যাচ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা ৬টায়।প্রথম দুই ওয়ানডেতে অধিনায়কের চাওয়া পূর্ণ হয়নি। 

২২১ ও ১০৯, এরপর কত? প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের রান যেভাবে কমেছে সেই ধারা অব্যাহত থাকলে রান আরো কমার কথা। হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে অবশ্য রান দলীয় সংগ্রহ দ্বিতীয় ওয়ানডের চেয়ে কম হলে জয় পাওয়াটা অসম্ভব হবে। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলে বাংলাদেশকে করতে হবে ওয়ানডে সুলভ ব্যাটিং। স্কোরবোর্ডে তুলতে হবে পর্যাপ্ত রান। না হলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে মানসিকভাবে পিছিয়ে থেকে খেলতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

বোলাররা সামর্থ্যের সবটুকু উজাড় করতে পারলেও, ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ। বড় জুটি গড়তে না পারার ব্যর্থতার পাশাপাশি দায়িত্বশীল কেউ ব্যাট হাতে নিতে পারেননি ইনিংস বড় করার দায়িত্ব। ফলÑপ্রথম দুই ওয়ানডেতে হার। সেই হারের ব্যর্থতা ভুলতে বাংলাদেশের একাদশে আসতে পারে দুই পরিবর্তন। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ছিলেন তানজিদ তামিম ও জাকের আলী অনিক। তাদের জায়গায় এই ম্যাচে সুযোগ মিলতে পারে দ্বিতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দেওয়া নাঈম শেখ ও শামীম পাটোয়ারীর। এছাড়া তানজিম সাকিবের জায়গায় একাদশে সুযোগ মিলতে পারে তাসকিন আহমেদ কিংবা নাহিদ রানার।আবুধাবির উইকেট খানিকটা ধীরগতির হওয়ায় সব সময়ই থাকে স্পিনারদের দাপট। সেই চিন্তা থেকে স্পিন আক্রমণে খুব একটা পরিবর্তনের সুযোগ নেই। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সঙ্গে রিশাদ হোসেন ও তানভীর ইসলাম থাকবেন একাদশে। শেষ দুই ম্যাচে বোলাররা নিজেদের কাজ দারুণভাবে করেছেন। আফগানদের অল্প রানে আটকে রাখার কৃতিত্ব তাদের। সঙ্গে ফিল্ডাররাও রেখেছেন কার্যকর ভূমিকা। ফলে এখন পালা ব্যাটারদের দায়িত্ব নেওয়ার। বাড়তি চাপের ম্যাচে সেই দায়িত্ব কতটা কার্যকরভাবে রাখতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।

বাংলাদেশ যখন বাড়তি চাপে, তখন বেশ চাঙা আছে আফগানিস্তান। সবশেষ ওয়ানডেতে রশিদ খান পেয়েছেন ফাইফারের দেখা। আর আজমতউল্লাহ ওমরজাই দুই ম্যাচেই ছিলেন দারুণ ছন্দে। বাংলাদেশি ব্যাটাররা শেষ দুই ম্যাচে এই দুই বোলারকে খেলতে বেশ হিমশিম খেয়েছিল। তৃতীয় ম্যাচে আবারও এই দুজনকে মোকাবিলা করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। ফলে ব্যাটারদের ওপর থাকবে খানিকটা বাড়তি চাপ।

আরও পড়ুন

হোয়াইটওয়াশের মিশনে নামার অপেক্ষায় থাকা আফগানিস্তান একাদশে একটি পরিবর্তন নিশ্চিত। ইনজুরি আক্রান্ত রহমত শাহ খেলতে পারবেন না। তার জায়গায় সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন দারুইশ রাসুলি। এছাড়া টানা দুই ম্যাচে উইকেটশূন্য থাকা বশির আহমেদের জায়গায় সুযোগ পেতে পারেন আব্দুল্লাহ আহমেদজাই অথবা বিলাল সামি। এছাড়া আফগানদের একাদশে পরিবর্তন আসার সুযোগ কম। কারণ, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব এড়াতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা বাড়তি সুযোগ হিসেবে কাজ করবে তাদের জন্য।

জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা দুদলই চাইবে নিজেদের সেরা ক্রিকেট খেলতে। শেষ পর্যন্ত কারা নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে ম্যাচ জিততে পারেন সেটাই দেখার অপেক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ৬ বাংলাদেশি আটক

ভারতের কাশির সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

‘সাইয়ারা’ জুটির প্রেমের গুঞ্জন!

ফ্রান্সকে জিততে দেয়নি আইসল্যান্ড, কষ্টার্জিত জয় জার্মানির

রূপনগরে আগুনে ৫ জন নিহত

গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরায়েল