৪১ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

রাজশাহী প্রতিনিধি : টানা ৪১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি সংবাদ সম্মেলন করে বাস চলাচল শুরুর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম পাখি বলেন, বেতন বৃদ্ধির দাবিতে গত রোববার রাত ৯টার দিকে রাজধানী ঢাকার সাথে রাজশাহীর বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। তবে এরইমধ্য মালিকপক্ষ বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন। মালিকপক্ষ আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় নিয়েছেন। তাদের এই আশ্বাসের ভিত্তিতেই আপাতত বাস চলাচল স্বাভাবিক থাকবে। দুপুর থেকেই ঢাকা রুটে সকল বাস চলাচল শুরু হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজশাহী-ঢাকা রুটে চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন অপ্রতুল। প্রায় এক দশক ধরে প্রতিটি ট্রিপে চালক পান ১ হাজার ১শ’ টাকা, সুপারভাইজার ৫শ’ টাকা এবং চালকের সহকারী ৪শ’ টাকা।
আরও পড়ুনএই সামান্য বেতনে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে দাবি তুলে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে পুরো সময় শুধুমাত্র একতা ট্রান্সপোর্টের বাসগুলো ঢাকা রুটে চলাচল করেছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত একতা ছাড়া অন্য কোনো বাস ঢাকা যায়নি। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অবশেষে ৪১ ঘণ্টা পর আবার স্বাভাবিক হলো রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল।
মন্তব্য করুন