ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরে লক্ষ্যমাত্রার অধিক আমন চাষ

দিনাজপুরে লক্ষ্যমাত্রার অধিক আমন চাষ। ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি: চলতি মৌসুমে দিনাজপুরে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৫ হাজার ৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ফলে এবার ৯ লাখ টন আমন ধান বেশি উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, এবার আমন মৌসুমে ২ লাখ ৬০ হাজার ৮৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এরমধ্যে উফশী জাতের ধান ২ লাখ ৪৮ হাজার ৬৩০ হেক্টর, স্থানীয় জাত ৯৯০ হেক্টর ও হাইব্রিড ১১ হাজার ২৪০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে অনুকূল আবহাওয়া ও বৃষ্টির সমস্যা না থাকায় এবং কৃষি বিভাগের সহযোগিতায় কৃষকেরা অতিরিক্ত ৫ হাজার ৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ করেছেন।

আফজাল হোসেন জানান, আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৭৪ হাজার ৯৫১ টন। এরমধ্যে উফশী জাত প্রতি হেক্টরে ৩ দশমিক ৩৩ টন, স্থানীয় জাতের ১ দশমিক ৯৬ টন ও হাইব্রিড ৪ দশমিক ১ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অতিরিক্ত আমন চাষ হওয়ায় ৯ লাখ টন চাল উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি কর্মকর্তা আফজাল হোসেন জানান, রোপা-আমন চাষের জন্য উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। দিনাজপুর সদর উপজেলায় ২২ হাজার ১৯০ হেক্টর, বিরলে ২১ হাজার ৫শ’ হেক্টর, বোচাগঞ্জে ১৬ হাজার ৬শ’ হেক্টর, কাহারোলে ১৩ হাজার ৭শ’ হেক্টর, বীরগঞ্জে ২৩ হাজার ৩৫০ হেক্টর, খানসামায় ১৩ হাজার ৪শ’ হেক্টর জমিতে আমনের চাষ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন

এছাড়া চিরিরবন্দর উপজেলায় ২৪ হাজার ৪শ’ হেক্টর, পার্বতীপুরে ২২ হাজার ৭৫০ হেক্টর, ফুলবাড়ীতে ২৪ হাজার ৫৫০ হেক্টর, বিরামপুরে ২৪ হাজার ৫৫০ হেক্টর, নবাবগঞ্জে ২৪ হাজার ৪৬০ হেক্টর, হাকিমপুরে ১২ হাজার ২৬০ হেক্টর ও ঘোড়াঘাটে ১৭ হাজার ১৫০ হেক্টর জমিতে আমনের চাষ নির্ধারণ করা হয়। কৃষি বিভাগ জানায়, প্রত্যেক উপজেলায় উফশী জাতের আমন ধান অতিরিক্ত ৫ হাজার ৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে।

জেলায় চলতি মৌসুমে রোপা আমন চাষ সফল করতে ১১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছিল। ফলে অতিরিক্ত আমন ধান চাষে বীজের সংকট হয়নি। এছাড়াও অধিক আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি রেখে কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়েছে। এ জন্য বিএডিসি বিভাগ কৃষকদের চাহিদা অনুযায়ী রাসায়নিক সার গুদামে আগাম মজুদ রেখেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব