ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের বদরগঞ্জে চাঞ্চল্যকর শান্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে চাঞ্চল্যকর শান্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে শরীরে পেট্রোল ঢেলে দিয়ে শান্তা নামের এক নারীকে (৩০) পুড়িয়ে হত্যা করে ভুট্টাক্ষেতে রেখে যাওয়া মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আলীকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল সোমবার বিকেলে তথ্য প্রযুক্তির মাধ্যমে নীলফামারীর সৈয়দপুর থানার অন্তর্গত বিমানবন্দর এলাকার তেলিপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ আলী বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মৌয়াগাছ স্কুল পাড়ার আবুজার শাহ’র ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

উল্লেখ্য চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালিরহাট সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে আগুনে পোড়া একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় জানা যায়।

পুলিশ জানায়, তার নাম শান্তা। তিনি ঢাকার মীরপুর পল্লবীতে বসবাসকারী আলম মিয়ার মেয়ে এবং বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মৌয়াগাছ স্কুল পাড়ার আবুজার শাহ’র ছেলে মোহাম্মদ আলীর স্ত্রী। মোহাম্মদ আলীর বেশ ক’জন স্ত্রী থাকায় শান্তা তারাগঞ্জে একটি বাসা ভাড়া নিয়ে শিশু একমাত্র সন্তানসহ বসবাস করতেন। কিন্তু বসবাস করা অবস্থায় রহস্যজনকভাবে তাকে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেয়ার পাশাপাশি বদরগঞ্জের প্রত্যন্ত এলাকার ভুট্টাক্ষেতে ফেলে দেয়া হয়।

আরও পড়ুন

এঘটনায় মা ফরিদা বাদি হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড ও লাশ গুম করার অপরাধে থানায় একটি মামলা করেন।    মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, মোহাম্মদ আলী দীর্ঘদিন পালিয়ে থাকার পর গতকাল সোমবার তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করা হয়েছে। বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোহাম্মদ আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব