দেশকে দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়নের দিকে নিতে চায় জামায়াত : পরওয়ার

ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির আশা করছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে ঘণ্টব্যাপী বৈঠক করে দু’পক্ষ। এসময় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে পোশাক শিল্পসহ নানা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন কোরিয়ান রাষ্ট্রদূত।
আরও পড়ুনআলোচনা করেন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান নিয়েও। ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে চান বলে সাংবাদিকদের জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। শক্তিশালী ও মানসম্পন্ন সংসদ গঠনে আগামী নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রয়োগ সমীচীন হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন