ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে সবই তো রেকর্ডেড: ফারুকী 

মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে সবই তো রেকর্ডেড: ফারুকী , ছবি: সংগৃহীত।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে সবই রেকর্ডেড। ভুয়া হেডলাইন দেয়া লেখা শেয়ার করবেন না। মঙ্গলবার (২২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফারুকী লেখেন, আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত তিন ঘণ্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন যার হেডিং ‘মাইলস্টোনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে  না’! তার মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশি শেয়ার হয়েছে। তিনি এটা ডিলিট করেছেন একটু আগে।এই উপদেষ্টা আরও লেখেন, ভুয়া তথ্েয বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে উনারা শেয়ার করলেন? নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ? এরকম ট্রমাটিক একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক। 

আরও পড়ুন

মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন- এইসবই রেকর্ডেড উল্লেখ করে তিনি লেখেন, সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবারের বিমান দুর্ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত মারা গেছেন ৩২ জন৷ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬৪ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেমসের কনসার্ট থেকে সহায়তা যাবে মাইলস্টোনে ক্ষতিগ্রস্তদের জন্য

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে পাঁচজনের সাজা

বাংলাদেশের ফুটসালের প্রথম কোচ ইরানের সাঈদ খোদারাহমি

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ১৬৯২ শিক্ষক পদ শূন্য

আপনার পাসওয়ার্ড সুরক্ষিত কি না জানিয়ে দেবে যে ৪ টুল

গোপালগঞ্জে সহিংসতায় আরো দুটি মামলা করল পুলিশ