সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ১৬৯২ শিক্ষক পদ শূন্য

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬৯২টি শিক্ষক পদ শূন্য রয়েছে। এরমধ্যে ৯৯৭টি প্রধান শিক্ষক এবং ৬৯৫টি সহকারী শিক্ষকের পদ রয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় মোট ১৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয় গুলোতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ১৬৯২টি পদ শূন্য রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদগুলো শূন্য থাকায় বর্তমানে দায়িত্ব পালনকারী শিক্ষকরা বিপাকে পড়েছেন। অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। বেশি সংখ্যক ক্লাস নেওয়ায় শিক্ষার্থীদের সঠিক পাঠদানে ব্যহত হচ্ছেন তারা। পাশাপাশি দাপ্তরিক কাজও বিঘ্নিত হচ্ছে।
কয়েকজন অভিভাবক জানান, শিক্ষক সংকটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে শিক্ষকদের। এতে শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকলে কোনো শৃঙ্খলা থাকে না। শিক্ষকরা নিজের ইচ্ছামতো চলেন।
আরও পড়ুনএছাড়া একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হলে তিনি দাপ্তরিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকায় নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করাতে পারেন না। এতে শিক্ষক সংকট আরও প্রকট হয়।
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ জানান, ইতোমধ্যেই জেলায় শিক্ষক শূন্য পদের বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অতি দ্রুত নিয়োগের মাধ্যমে শূন্য পদগুলো পুরণের ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন