ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

জেমসের কনসার্ট থেকে সহায়তা যাবে মাইলস্টোনে ক্ষতিগ্রস্তদের জন্য

বিনোদন ডেস্কঃ  গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ব্যান্ড নগরবাউল জেমস। সেই সঙ্গে তাদের একটি কনসার্ট থেকে আয়ের একটি অংশ নিহত ও আহতদের পরিবারের জন্য ব্যয় করা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন নগরবাউল জেমস। ২৫ জুলাই তাদের একটি কনসার্ট রয়েছে পেনসিলভানিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়াতে। যেটি আয়োজন করছে রিভারাইন এন্টারটেইনমেন্ট। আয়োজকদের পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, এ কনসার্ট থেকে আয়ের একটি অর্থ সরাসরি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রাণহানি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দেওয়া হবে।

পোস্টে লেখা হয়, ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রাণহানি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। এ শোকের মুহূর্তে আমরা আমাদের দেশের মানুষদের পাশে আছি। সহমর্মিতার নিদর্শন হিসেবে ‘নগর বাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে। আসুন, আমরা এক হই- শুধু সংগীতের জন্য নয়, আরোগ্যের জন্য, ঐক্যের জন্য এবং সেই ভবিষ্যতের জন্য যারা আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।

এদিকে এ ঘটনার পর জেমস তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একটি শোকবার্তা প্রকাশ করেন।

আরও পড়ুন

যেখানে তিনি লেখেছেন, এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মাইলস্টোন কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর সমবেদনা, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ এ ঘটনায় থেমে গেল। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন, আমাদের প্রার্থনা তাদের সঙ্গেই রয়েছে।

জেমস আরও লেখেছেন, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সব উদ্ধারকর্মীর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।

শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আরও জানান, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও পুরো পরিবারটির পাশে আছে তার দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত

পঞ্চগড়ে ছাত্রশিবিরের পাঁচ শহিদের কবর জিয়ারত