ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবক কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবক কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগ। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকার এসিআই ফুড লিমিটেড ফ্যাক্টরির পেছনের একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই ফ্যাক্টরির গার্ড ও কর্মচারীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে ফ্যাক্টরির বেশকিছু দরজা-জানালার গ্লাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ লোকজন। নিহত শামীম হোসেন (২৮) কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

কামারখন্দ থানার এস.আই আব্দুর রউফ বলেন, গত বুধবার দুপুরে শামীম বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনরা তাকে পাননি। গতকাল শুক্রবার দুপুরে নিহতের বাবা সাইফুল এসিআই ফুড লিমিটেড ফ্যাক্টরির পেছনের জঙ্গলের ডোবার ভেতর ছেলের মরদেহ দেখতে পান। এরপরই সেখানে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভিড় করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরো বলেন, মানসিক প্রতিবন্ধী শামীমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে কুপিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আলামত নষ্ট করার জন্য তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

বিক্ষুব্ধ লোকজন হত্যাকান্ডের ঘটনায় এসিআই ফুড লিমিটেড ফ্যাক্টরির গার্ড ও কর্মচারীদের দায়ী করে ফ্যাক্টরির কিছু দরজা-জানালার গ্লাস ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত