পদ্মশ্রী প্রাপ্ত নির্মাতা রতন থিয়াম আর নেই
_original_1753263456.jpg)
ভারতের নাট্য নির্মাতা রতন থিয়াম মারা গেছেন।
আজ বুধবার (২৩ জুলাই) বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির উত্তরপূর্বের রাজ্য মণিপুরের কৃষ্টি ও সংস্কৃতিকে গোটা ভারতে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রতন। পুরোনো নাটককে আধুনিকতার মোড়কে দর্শকদের সামনে তুলে ধরতেন তিনি।
কর্মজীবনে ‘চক্রব্যূহ’ ও ‘ঋতুসংহারম’-এর মতো জনপ্রিয় নাট্য নির্মাণ করেছেন বরণ্য এ নির্মাতা। সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য ১৯৮৯ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন।
আরও পড়ুনপদ্মশ্রী পদক প্রাপ্ত নাট্যকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের শোবিজ অঙ্গনে। রতন থিয়াম মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহ।
প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে এক শোকবার্তায় লিখেছেন, ‘শ্রী রতম থিয়ামের মৃত্যুতে গভীরভাবে শোকপ্রকাশ করছি। তিনি ভারতীয় নাট্যজগতের অন্যতম নক্ষত্র ছিলেন এবং মণিপুরের অমূল্য সম্পদ। শিল্প-সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা, নিষ্ঠা এবং মণিপুরি শিল্পের প্রতি তাঁর টান শুধুই বিশ্বের নাটককে সমৃদ্ধ করেনি। আমাদের পরিচিতিকেও সমৃদ্ধ করেছে।
কর্মজীবনে সঙ্গীত নাটক অ্যাকাডেমির সহ-সভাপতি ছিলেন রতন। তারপরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে চেয়ারপার্সন পদে নিযুক্ত ছিলেন।
মন্তব্য করুন