ভিডিও বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

নওগাঁর খোলা বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস গাছের চারা

নওগাঁর খোলা বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস গাছের চারা। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ প্রতিনিধি : আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করেছে। তবে মাঠ পর্যায়ে সঠিকভাবে এর বাস্তবায়ন না হওয়ায় এখনও দেদারছে নওগাঁর ১১টি উপজেলার বিভিন্ন খোলা বাজার ও হাটে বিক্রি হচ্ছে গাছগুলো। এছাড়া চলতি বর্ষা মৌসুমে এর রোপণও অব্যাহত রয়েছে। প্রশাসনের সঠিক নজরদারী না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকেই।

সম্প্রতি সরকারের নিদের্শনা অনুযায়ী সারাদেশেই নার্সারিতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করেছে কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় জেলার ১১টি উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি/ব্যক্তি মালিকানা নার্সারি মালিকদের ক্ষতিপূরণ বাবদ পুনর্বাসন কর্মসূচির আওতায় আকাশমনি ও ইউক্যালিপটাস চারা কেটে ধ্বংস করা হয়।

জেলার রাণীনগর উপজেলার বৃহত্তম হাট আবাদপুকুরে গিয়ে দেখা যায়, ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের বড় বড় চারা বিক্রি হচ্ছে। হাটে আসা উপজেলার বিভিন্ন এলাকার নার্সারি মালিকরা জানান, সরকারি ঘোষণার অনেক আগে থেকেই তারা নার্সারিতে হাজার হাজার ইউক্যালিপটাস গাছের চারা বড় করেছে। উপজেলার সকল নার্সারি মালিকরা সরকারের কাছ থেকে প্রণোদনা পাননি।

চারাগুলো বিক্রি না করলে তারা অনেক লোকসানে পড়বেন। তাই বাধ্য হয়েই ইউক্যালিপটাস গাছের চারা বিক্রি করছেন। আবাদ পুকর হাটে গাছের চারা কিনতে আসা উপজেলার শিয়লা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ মানুষই গাছগুলোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানে না। আর কোন প্রকার যত্ন ছাড়াই দ্রুত বড় হয় বলে গাছগুলো বেশি রোপণ করা হয়।

আরও পড়ুন

কৃষি বিভাগের মাধ্যমে গাছগুলোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সচেতন এবং প্রশাসনের সঠিক নজরদারী অব্যাহত রাখলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন বলেন, সরকারের নিদের্শনা মোতাবেক উপজেলার চারজন নার্সারি মালিকদের আর্থিক প্রণোদনার আওতায় এনে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে।

কিন্তু হাটগুলোতে বিক্রি হওয়া ইউক্যালিপটাস গাছের চারা সম্পর্কে কোন নিদের্শনা তাদের কাছে আসেনি। এই বিষয়ে পরবর্তিতে সরকারের পক্ষ থেকে যে নিদের্শনা পাবেন তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নওগাঁর খোলা বাজারে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস গাছের চারা

দিনাজপুরের নবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা শাহ আলম গ্রেফতার

পঞ্চগড়ের বোদার শহীদুল গোখরা সাপের বাচ্চা ফোটায়ে ছাড়লেন জঙ্গলে

বগুড়ায় আনারুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

বগুড়া শহরে আগুনে পুড়ে নারীর মৃত্যু