দিনাজপুরের নবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা শাহ আলম গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিষ্ফোরক মামলায় শাহ আলম (৪২) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিনগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর বাসটেক গ্রামের মৃত ইয়াছ উদ্দিনের ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে করে জানান, আজ বুধবার (২৩ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও জিআর পরোওয়ানাভূক্ত দস্যুতা ও মাদক কারবারি ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনগ্রেফতারকৃতরা হলো রোকেয়া বেগম, শহিদ আলম, শিল্পী খাতুন, তৌহিদুল ইসলাম, হাবিবুর রহমান লিটন, মরিয়ম বেগম, আব্দুল হাকিম ও পাহান। তাদেরকে আজ বুধবার (২৩ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন