ভিডিও বুধবার, ২৬ মার্চ ২০২৫

কুড়িগ্রামে বালুর গর্ত থেকে যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রামে বালুর গর্ত থেকে যুবকের লাশ উদ্ধার। প্রতীকী ছবি

ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি : দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় বালুর গর্ত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এমন ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ধরলা সেতুর দক্ষিণে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে নির্জন বালুর চরে। ভুট্টা ক্ষেতে দেখতে আসা কৃষকরা দুই পা বাহিরে বেরিয়ে থাকা এবং সম্পন্ন শরীর বালুর নিচে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখে চিৎকার দেয়। এ খবর ছড়িয়ে পড়লে শত শত লোক জড়ো হয় ঘটনাস্থলে।

ওই এলাকার কৃষক রফিকুল ইসলাম ও আব্দুল খালেক জানান, আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯ টায় কাজে যাওয়ার সময় বালুর ভেতর পুতে রাখা শরীরের অংশ এবং দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায় তারা। চিৎকার চেঁচামেচিতে শতশত উৎসুক জনতা জড়ো হয় লাশ দেখতে। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

আরও পড়ুন

ঘটনাস্থলে উপস্থিত ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মামুনুর রশীদ জানান, ফুলবাড়ী ধরলা সেতু থেকে আনুমানিক এক/দেড় কিলোমিটার দূরে বালুর চরে একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গেছে। লাশের সম্পূর্ণ অংশ বালুর নিচে রয়েছে শুধু পা দুটো বাইরে রয়েছে। সে কারণে লাশের পরিচয় শনাক্ত করা  যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়- সাবেক এমপি কাজী রফিক

জামায়াতের পক্ষ থেকে অর্থ সহযোগিতা পাচ্ছেন নৌকাডুবিতে বাবা-মা হারানো ছোট্ট দিপু

বগুড়াসহ উত্তরাঞ্চলে গণহত্যা দিবস পালন

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন