বগুড়া শহরে আগুনে পুড়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় আগুনে পুড়ে হিরা বেগম (৫৬) নামে এক নারী মারা গেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৩ জুলাই) ভোরে তিনি মারা যান। স্থানিয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে সেউজগাড়ী আমতলা এলাকায় নিজ বাড়িতে কয়েল জ্বালিয়ে তিনি একা ঘুমিয়ে পড়েন।
এরপর জলন্ত কয়েলের আগুন তার ওড়নায় লাগে। এরপর এই আগুন তার পরনের কাপড়ে লাগলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হয়। ওই দিন রাত ২ টার দিকে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৩ জুলাই) ভোরে তিনি মারা যান। তিনি শহরের সেউজগাড়ী আমতলা এলাকার পারভেজের স্ত্রী।
আরও পড়ুনএদিকে, বগুড়া লাইভ এর রিপোর্টার রিয়াদ রহমানের মা হিরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সেউজগাড়ী মৌমাছি খেলাঘর আসরের সভাপতি মাসুদুর রহমান রানা, সাধারণ সম্পাদক অনুপ পাল, বৃহত্তর সেউজগাড়ী ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো: আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো: বজলুর রশিদ প্রমুখ।
মন্তব্য করুন