হত্যার হুমকির মাঝেই মুম্বাইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। তবে অভিনয় এবং অভিনয়ের বাইরে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বলিউড ভাইজানের। গত এক বছর ধরে অনবরত লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের হত্যার হুমকি পেয়ে আসছেন এ অভিনেতা। তার উপর সিনেমা দিয়ে বক্স অফিসেও লাভের মুখ দেখছেন না তিনি।
ইতোমধ্যে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সালমানের বাড়ির সামনে গোলাগুলিও করেছে। তার পরই সালমানের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টের জানালায় বুলেটপ্রুফ কাঁচ বসানো হয়। কয়েকমাস আগে তো প্রভাবশালী রাজনীতিবীদ ও সালমানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকেও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
এর মধ্যেই নতুন খবর, বান্দ্রা ওয়েস্টে নিজের একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন সালমান খান। এটি ৫ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করা হয়েছে বলে শোনা যাচ্ছে। অবশ্য মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় কয়েকটি ফ্ল্যাট রয়েছে তার। শহরের অদূরে পানভেলে এ অভিনেতার একটি খামারবাড়িও আছে। আর তিনি নিজে থাকেন বান্দ্রার বিলাসবহুল ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টে।
সালমানের সদ্য বিক্রি করা ১৩১৮ বর্গফুটের এই ফ্ল্যাটটি ‘গ্যালাক্সি’ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত, যার রেজিস্ট্রেশন মূল্যই ৩২ লাখ রুপি। যদিও অভিনেতার হঠাৎ এমন সিদ্ধান্তের বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। ওয়েস্ট মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত বান্দ্রা এলাকায় সালমানসহ শাহরুখ, আলিয়া, অমিতাভ বচ্চন, রনবীর কাপুরসহ বড় বড় সব তারকাদের বসবাস।
আরও পড়ুন
মন্তব্য করুন