জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
_original_1752766971.jpg)
জামালপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগের মামলায় মো. চঞ্চল নামে যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড দেন আদালত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় দেন।
আরও পড়ুনমামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ‘আসামি চঞ্চল ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করেন এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই স্কুল শিক্ষার্থী রাজি না হওয়ায় ২০১০ সালের ২৯ জুলাই সকালে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেন। পরে এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ মামলা করেন। আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।’
মন্তব্য করুন