ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

ছবি : সংগৃহীত,সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুইপক্ষের শুনানী শেষে এই আদেশ দেন। এর আগে মামলায় আইভী পক্ষের আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। 

মামলার এজাহার জানা যায়, সজল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় একটি জুতা কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সজল। এই ঘটনায় চলতি বছরের ১৬ মে সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও এক থেকে দেড় শতাধিক ব্যাক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘বিজ্ঞ আদালতে আমরা সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করেছিলাম। আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন। নিম্ন আদালতে আমরা ন্যায় বিচার পাইনি। তাই আমরা তার জামিনের বিষয়ে উচ্চ আদালতে যাবো।’

আরও পড়ুন

রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘সাবেক মেয়র আইভীর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা সজল হত্যা মামলায় আইভীর জামিন শুনানি শেষে বিজ্ঞ আদালত সেটি নামঞ্জুর করেন।’

এর আগে গত ৯ মে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইভীর বিরুদ্ধে হত্যাচেষ্টা, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ছয়টি মামলা আছে। একে একে ছয়টি মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ট্রাম্পের বাসভবনে এবার অফিস খুলছে ফিফা

বগুড়ার আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী ১৭ দিন পর উদ্ধার

ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোসাদ্দেককে ‘সরি’ বলেছেন বিসিবির প্রধান নির্বাচক

গাজীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত গ্রেপ্তার