ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

অস্ত্র হাতে ফেসবুকে ভাইরাল কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অস্ত্র হাতে ফেসবুকে ভাইরাল কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

নিউজ ডেস্ক: চাঁদপুর শহরে আউটার স্টেডিয়াম এলাকা থেকে অস্ত্র হাতে টিকটক ভিডিও কনটেন্ট তৈরি করে ফেসবুকে ভাইরাল কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। ওই ভিডিও ক্লিপ চাঁদপুর মডেল থানার ওসির কাছে এলে শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে ঝটিকা অভিযান পরিচালনা করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

থানা পুলিশ জানায়, টিকটক ভিডিও কন্টেনটি দেখে বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল, মিশন রোড, লেকের পাড়, আল আমিন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পার্কের মাঠে অভিযান পরিচালনা করে মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আউটার স্টেডিয়াম এলাকা থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

আটকদের মধ্যে-রুবায়েত আরেফিন রোহান (১৬) ও জাহিদ হোসেন রায়হানের (১৭) নাম জানা গেছে। বাকিরা তাদের নাম প্রকাশ করেনি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার পাঁচ কিশোরের মধ্য থেকে তিনজন কিশোরের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না পাওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজন ভাইরাল ভিডিও ক্লিপে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন