কোথাও নেই শাহনাজ, তবে
_original_1753283406.jpg)
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাহনাজ। বিশেষ করে বাংলাদেশের সিনেমার অমর জনপ্রিয় নায়ক সালমান শাহ’র অভিনীত ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেই তিনি দর্শকের হৃদয়ে গেঁথে আছেন। এই সিনেমায় শাবানা আলমগীর ও সালমান শাহ’র সঙ্গেও তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে।
শাহনাজের আসল নাম ফাতেমা আক্তার রিতা। তার জন্ম ঢাকাতে হলেও তার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জে। ১৯৯৩ সালে গাজী হুমায়ূন কবির পরিচালিত সেই বছরেরই ১৯ ফেব্রুয়ার মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মার চর’ এ অভিনয়ের মধ্যদিয়ে সিনেমায় তার অভিষেক হয়।
তার অভিনীত ুমক্তিপ্রাপ্ত দর্শকপ্রিয় সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ক্ষুধার জ¦ালা’,‘ ক্রিমিনাল’,‘ মোনাফেক’,‘ দেশের মাটি’,‘ মায়ের কসম’, ‘মহৎ’,‘ হিংসা’, ‘নয়া বাইদানী’ ‘ বিদ্রোহী সন্তান’,‘ দূরন্ত প্রেমিক’,‘ শান্ত কেন মাস্তান’,‘ অন্ধ আইন’,‘ আলী কেন গোলাম’,‘ লাল বাদশা’, ‘লাঠি’,‘ তছনছ’,‘ কুলির সর্দার’,‘ দুই ভাইয়ের যুদ্ধ’,‘ ঠাণ্ডা মাথার খুনী’ ইত্যাদি। তিনি এক সময় শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। বহুবছর যাবত সিনেমার কারো সঙ্গেই তার যোগাযোগ নেই। চিত্রনায়ক অমিত হাসানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন। তারসঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিলো। সম্পর্ক যে এখন নেই তা নয়।
আরও পড়ুনশাহনাজের মেয়ে আমার মেয়ে রাজধানীর ইস্কাটনের একটি স্কুলে একসঙ্গেই পড়াশুনা করে। কিন্তু শাহনাজ এখন হিজাব পরিধান করে বিধায় অনেকেই তাকে চিনতে পারেনা। কিন্তু কেউ যদি তাকে চিনে এগিয়ে গিয়ে কথা বলে তাহলে সে ভীষণ আন্তরিকতা নিয়ে কথা বলে। সত্যি বলতে কী শাহনাজ খুউব ভালো একজন অভিনেত্রী ছিলো। আমার সঙ্গে হিংসা, জ্যোতি’সহ আরো বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিলো। কিন্তু একটা সময় এসে চলচ্চিত্রে অভিনয়ে থেকে সে দূরে চলে যায়। শুধু দূরে চলে যাওয়াই নয় চলচ্চিত্রের কারো সঙ্গেই আসলে সে আর যোগাযোগ রাখেনি। পরিবার পরিজন নিয়েই শাহনাজ ব্যস্ত। তবে সে যেভাবে আছে সেভাবেই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুখে থাকুক এই দোয়া করি। এখনো শাহনাজের ভক্তরা টিভির পর্দায় তার অভিনীত সিনেমা দেখে মুগ্ধ হয়। এটাও তার প্রাপ্তি।’ শাহনাজকে সিনেমায় যেসব জনপ্রিয় গানে পারফর্ম করতে দেখা গেছে সেগুলো হচ্ছে ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমার ‘নয়নের কাছে থেকো’, ‘মহৎ’ সিনেমার ‘প্রেম কখনো মধুর’, ‘হিংসা’ সিনেমার ‘তুমি আমার বাড়ি তুমি আমার ঘর’। তবে তারসঙ্গে যারা একসময় কাজ করতেন সিনেমায়, তারা চায় শাহনাজ যেন একটা সময় এসে সবার সঙ্গে দেখা দিয়ে যান। কারণ চলচ্চিত্রের মানুষেরা তাকে অনেক ভালোবাসে, মিস করে তার ভক্ত দর্শকেরা।
মন্তব্য করুন