গানে গানে আদিবা, শুভ, স্বর্ণা’র শ্রদ্ধাঞ্জলী
_original_1753280099.jpg)
অভি মঈনুদ্দীনঃ দেশের প্রথম সারির স্যাটেলাইট চ্যানেল ‘চ্যানেল আই’য়ের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’তে এই প্রজন্মের শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করে থাকেন। বিভিন্ন দিবস ও উপলক্ষ্যকে সামনে রেখেও এই অনুষ্ঠানটিতে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে থাকেন। আবার উপলক্ষ্য ছাড়াও অনুষ্ঠানের ধারাবাহিকতায় রক্ষায় এই আয়োজনে সঙ্গীতশিল্পীরা সঙ্গীত পরিবেশন করে থাকেন। সেই ধারাবাহিকতায় দেশের কিংবদন্তী শিল্পীদের শ্রদ্ধাঞ্জলী জানিয়ে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নুশিন আদিবা, অনিরুদ্ধ শুভ ও স্বর্ণা সকালের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। অনুষ্ঠানে আদিবা একে একে গেয়েছেন ‘গান হয়ে এলে’,‘ আমি রজনীগন্ধা ফুলের মতো’,‘ একি রিমঝিম রিমঝিম’ ও ‘ তন্দ্রাহারা নয়ন আমার’।
অনিরুদ্ধ শুভ গেয়েছেন ‘পাখিরে তুই দূরে থাকলে’,‘ তুমি রোজ বিকেলে’,‘ তোমারই রূপে এতো যে আলো’ ও ‘হায়রে মানুষ রঙ্গিন ফানুষ’।
স্বর্ণা গেয়েছেন ‘জন্ম থেকে জ¦লছি মাগো’, ‘ এক বরষার বৃষ্টিতে ভিজে’ ও ‘অশ্রু দিয়ে লেখা এ গান’। ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানটির প্রযোজক ইফতেখার মুনিম। মূলত তিনিই শিল্পী নির্বাচন এবং শিল্পীদের গান নির্বাচন করে দেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা প্রসঙ্গে আদিবা বলেন,‘ চ্যানেল আই আমারই পরিবার। ২০১৭ সালের সেরাকন্ঠতে আমি অংশগ্রহন করেছিলাম, এতে আমি ফাইনালিস্ট-এ ছিলাম। সেই থেকে আমি এই পরিবারেরই অংশ। এই চ্যানেলের হয়ে সঙ্গীত পরিবেশন করতে সবসময়ই ভীষণ ভালোলাগে এবং গর্বেরও বিষয়। গানে গানে কিংবদন্তী শিল্পীদের শ্রদ্ধাঞ্জলী জানাতে পেরেছি, এটাই ভালোলাগা। কেমন গেয়েছি তা শ্রোতারাই ভালো বলতে পারবেন। তবে গান আমি মন দিয়ে গাই, যারা আমার গানের নিয়মিত শ্রোতা তারা জানেন আমি আসলে কেমন গাই।’
শুভ বলেন,‘ এই আয়োজনে আমার পরম সৌভাগ্য হয়েছে প্রয়াত তিনজন সঙ্গীতশিল্পী এবং শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের গান গাইবার। ইফতেখার মুনিম ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই সুযোগ সৃষ্টি করে দেবার জন্য।’
আরও পড়ুনতাসমিন জামান স্বর্ণা বলেন,‘ আমি ২০১৬তে ক্ষুদে গান রাজ-এ অংশগ্রহন করে অষ্টম হয়েছিলাম। সেই থেকে আমি এই চ্যানেলেরই একজন হয়ে এই চ্যানেলেরই আয়োজনে নানান ধরনের অনুষ্ঠানে অংশগ্রহন করেছি। এবারের আয়োজনে আমার সৌভাগ্য হলো শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিন ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম ও সামিনা চৌধুরী ম্যাডামের গান গাইবার। সত্যি বলতে কী এই কিংবদন্তী শিল্পীরাই আমাদের সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন। তাদেরকে গানে গানে শ্রদ্ধা জানানোর সুযোগ পাওয়টা ভীষণ ভালোলাগার।’
উল্লেখ্য, অনিরুদ্ধ শুভ ২০২৪ সালের ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়াড’ এ ‘ভাল্লাগেনা’ গানের জন্য শ্রেষ্ঠত্বর পুরস্কার এবং একই বছরের ‘অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এ ‘আগন্তুক’ সিনেমায় ‘যেদিন’ গাটির জন্য সেরা প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে পুরস্কৃত হন।
উল্লেখ্য, গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে শিল্পীরা ফেরদৌসী রহমান, খন্দকার ফারুক আহমেদ, নীলুফার ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, হাসিনা মমতাজ, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সুবীরনন্দী, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও অ্যাণ্ড্রু কিশোরের গান পরিবেশন করেন।
মন্তব্য করুন