চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুর ১টায় উজিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর সেতারাপাড়া গ্রাম সংলগ্ন নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা ওই যুবককে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস.এম শাকিল রেজা বলেন, যুবকের দেহের মাথা, বাম পা, বুকসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ অন্তত দু’দিনের পুরোনো।
মরদেহ শনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিট ও পিবিআই কাজ শুরু করেছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে। মরদেহটি উজানে ভারত থেকে ভেসে আসতেও পারে বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুনসংশ্লিষ্ট ইউপি ওয়ার্ড সদস্য তৌহিদুর রহমান বলেন, পদ্মায় ভাসমান দেহে একাধিক ধারালো অস্ত্রের চিহ্নযুক্ত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মন্তব্য করুন