ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

উইম্বলডন

জোকোভিচকে বিধ্বস্ত করে ফাইনালে সিনার

জোকোভিচকে বিধ্বস্ত করে ফাইনালে সিনার

স্পোর্টস ডেস্ক : নোভাক জোকোভিচকে উড়িয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন ইতালিয়ান তরুণ ইয়ানিক সিনার। ১৩৮তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে তার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। এটাই হতে যাচ্ছে আধুনিক টেনিসের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথের সর্বশেষ পর্ব।

গত শুক্রবার বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার সেন্টার কোর্টে ৬-৩, ৬-৩, ৬-৪ ব্যবধানে ছয়বারের উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচকে পরাজিত করেন। এ নিয়ে টানা চারটি গ্র্যান্ড সø্যামের ফাইনালে উঠলেন সিনার, তবে উইম্বলডনের ফাইনালে এটিই প্রথম।

২৩ বছর বয়সী সিনার মরিয়া হয়ে আছেন ফ্রেঞ্চ ওপেনের বেদনাদায়ক পরাজয়ের প্রতিশোধ নিতে, যেখানে তিন পয়েন্ট নষ্ট করে এই তরুণ শিরোপা হারান টেনিসের দ্বিতীয় শীর্ষ তারকা আলকারাজের কাছে।

বর্তমান টেনিস দুনিয়ায় সিনার ও আলকারাজই নতুন দুই রাজা, যারা সর্বশেষ ছয়টি গ্র্যান্ড সø্যামই নিজেদের মধ্যে ভাগভাগি করে নিয়েছেন। ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন নিয়ে তীব্র রোদে খেলতে নেমেছিলেন ৭ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ। কিন্তু ২৩ বছর বয়সী সিনারের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ৩৮ বছর বয়সী অভিজ্ঞ এ তারকার। বেদনাদায়ক হারে রজার ফেদেরারের রেকর্ড ৮টি উইম্বলডন শিরোপা স্পর্শ করার সুযোগও হাতছাড়া হয় জোকোভিচের।

আরও পড়ুন

২০১৭ সালের পর এই প্রথম উইম্বলডনের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন জোকোভিচ।

অন্যদিকে প্রতিশোধের সুযোগ এসেছে সিনারের সামনে। ইউএস ও অস্ট্রেলিয়ান ওপেনের এই চ্যাম্পিয়ন ডোপিং নিষেধাজ্ঞা থেকে ফেরেন গেল মে মাসে। এরপর ইতালিয়ান ওপেনের ফাইনালে আলকারাজের কাছে হেরে যান। এবার আলকারাজকে হারিয়ে প্রতিশোধ নিতে চাইবেন সিনার। উল্লেখ্য, সিনার হেড টু হেডে আলকারাজের বিপক্ষে ৮-৪ ব্যবধানে পিছিয়ে। শেষ পাঁচটি ম্যাচেই হেরেছেন তিনি। তবে ২০২২ সালের উইম্বলডনের চতুর্থ রাউন্ডে আলকারাজকে হারিয়েছিলেন সিনার। সেটিই ছিল আলকারাজের শেষ পরাজয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর