ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মির্জাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আতাউর রহমানকে (৫২) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা নিজ বাড়ি থেকে মাওলানা আতাউর রহমানকে গ্রেফতার করা হয়।

তিনি গত ১৭ জুলাই দুপুর ১২টায় শেরপুর শহরের ধুনট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। মামলার ইজাহারে উল্লেখ করা হয়, আসামিরা আগ্নেয়াস্ত্রসহ লোহার রড, লাঠি নিয়ে মিছিলে অতর্কিতভাবে হামলা চালায়, এমনকি ওই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেয়া ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ে।

এসময় গুলিতে নাসির উদ্দিন, আব্দুল মজিদ আকন্দ, শাকিল রোজা, রহমত আলী, নাহিদ হাসান, সাইম, হোসেন ও রিফাত সরকার আহত হন। এই ঘটনায় গত ২০২৪ সালের ২ নভেম্বর শাহ-বন্দেগী ইউনিয়নের মোতালেব সরকারের ছেলে আহত রিফাত সরকার ১৪৭ জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আতাউর রহমান ইজাহারভুক্ত আসামি, তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

যুদ্ধের পর উক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ: ম্যাক্রোঁ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ

মেয়েকে কখনো একা ছাড়ব না : আলিয়া ভাট

ট্রাম্পের শুল্কে ব্রাজিলের রপ্তানিতে ধস

নবীজির ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানোর মহিমান্বিত মুহূর্ত ঈদে মিলাদুন্নবী : মির্জা ফখরুল