অনার্স ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুর ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবিবেচক সিদ্ধান্তে ফরম পূরণের ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয়বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে ফুলবাড়ী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ চত্বরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে কলেজের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
আরও পড়ুনমানববন্ধনে বক্তব্য রাখেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম, সাকিব রহমান, মুরাদ হোসেন, আশারাফি রিম, সজীব আহমেদ অনিক, রাহাত পারভেজ, রায়হান মন্ডল, ইয়াছিন ইসলাম, নুরে জান্নাত, নুসরাত জাহান, ফারহানা আক্তার মিমি, মেহেনাজ আক্তার প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য করুন