ভিডিও

খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন : মেডিকেল বোর্ড

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ১১:৩১ দুপুর
আপডেট: মার্চ ২৮, ২০২৪, ০২:২৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বুধবার দুপুরের পর হঠাৎ অসুস্থতা বোধ করেন। তার মেডিকেল বোর্ডের সদস্যরা সন্ধ্যার পর এসে পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে জানান তারা।

বুধবার (২৭ মার্চ) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার শারীরিক অবস্থার সর্বশেষ এ কথা জানান সাংবাদিকদের।

এ জেড এম জাহিদ বলেন, দুপুরের পর খালেদা জিয়া অসুস্থতা বোধ করছিলেন। তখন তার মেডিকেল বোর্ডের সদস্যরা ইফতারের পর এসে তার স্বাস্থ্য পরীক্ষা করেন। ইতোমধ্যে কিছু পরীক্ষা-নিরীক্ষা করাও সম্ভব হয়েছে। মেডিকেল বোর্ড মনে করে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। আপাতত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই পর্যবেক্ষণে থাকবেন তিনি। যদি কোনও কারণে প্রয়োজন হয়, তাকে হাসপাতালে নেওয়া হবে। এখন তিনি সুস্থতা বোধ করছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS