মাঠে নামলেন মুক্তিযোদ্ধার সন্তানেরা
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির প্রতিবাদ ও মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় কার্যকর করে নতুন পরিপত্র জারির দাবিতে এবার রাজপথে নেমেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। বুধবার সকাল ১০টায় জাতীয় জাদুঘুরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং শহীদ সন্তান-৭১সহ অন্যান্য সংগঠনের ব্যানারে অবস্থান নেন তারা।
মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটাবিরোধী আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাদের কটূক্তি করছে। তাদের শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন তারা।একইসঙ্গে কোটা পুনর্বহালের রায় কার্যকর করার দাবি তার।বিক্ষোভ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন, মুখপাত্র অধ্যাপক জামাল উদ্দিনসহ মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত রয়েছেন।
আরও পড়ুনমন্তব্য করুন