ভিডিও

ঢামেকে চিকিৎসাধীন গুলিবিদ্ধ রিয়াজ মারা গেছেন

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ১০:৫০ রাত
আপডেট: আগস্ট ১৮, ২০২৪, ১২:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত রিয়াজ (২৩) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান রিয়াজ।

নিহত রিয়াজ বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে। বর্তমানে হাজারীবাগ সেকশনে খালা তন্নি আক্তারের বাসায় থাকতেন এবং বরিশাল মুলাদি সরকারি কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। ঢাকায় নিউমার্কেট এলাকায় তৈরি পোশাকের দোকানে চাকরি করতো তিনি।

নিহত রিয়াজের বড় ভাই রেজাউল করিম জানান, রিয়াজ গ্রামের কলেজে ডিগ্রি পড়াশুনা করতেন। শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে ঢাকায় চলে আসতেন। ঢাকায় সেকশনে খালার বাসায় থাকতেন তিনি। গত তিন চার বছর ধরে তার খালার দোকানে চাকরি করতেন।

গত ৪ আগস্ট দুপুরে জিগতলা এলাকায়  আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় রিয়াজ গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীর মাথায় গুলিবিদ্ধ হয়েছিল। মরদেহ ময়নাতদন্তেরর জন্য মর্গে রাখা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS