ভালুকায় পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ৭০ শ্রমিক
ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানায় হঠাৎ শ্রমিকদের অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একটি পোশাক কারখানায় প্রায় ৭০জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের সিংহভাগই নারী শ্রমিক বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকার এল ইস্কয়ার লিমিটেড নামক কারখানায় শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনাটি ঘটে। অসুস্থ হওয়ার কারণ জানা যায়নি।
স্থানীয় ও কারখানা শ্রমিক সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকার এল ইস্কয়ার লিমিটেড নামক পোশাক কারখানায় ৩টি সেকশনে ৩ সহস্রাধিক শ্রমিক কর্মরত। অন্যান্য দিনের ন্যায় শ্রমিকরা আজ বৃহস্পতিবার সকালে কারখানায় গিয়ে কাজে যোগ দেয়। কিছুক্ষণ পর একজন নারী শ্রমিক মাথাঘুরে অসুস্থ হয়ে পড়ে। অতঃপর একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে থাকে।
পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের স্থানীয় মাস্টারবাড়ি পপুলার হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অসুস্থের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং অসুস্থ কিছু শ্রমিককে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
স্থানীয় ও কারখানার শ্রমিকরা জানান, অসুস্থ শ্রমিকের সংখ্যা ৭০-এর কাছাকাছি। শিল্প পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থ শ্রমিকদের সাথে কথা তাদের খোঁজ-খবর নিয়েছেন।
আরও পড়ুননাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার নিপত্তার দায়িত্বে থাকা একাধিক নিরাপত্তা প্রহরী জানান, গত বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ৭০-৭০ জন চাকরি প্রত্যাশী যুবক ওই কারখানা গেইটে এসে ধাক্কাধাক্কি ও উচ্চস্বরে হৈচৈ শুরু করে। ওই সময় খবরটি ছড়িয়ে পড়লে অজানা আতঙ্কে কারখানার ভেতর বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে, ওই সকাল ১০টার দিকে কারখানায় ছুটি দিয়ে দেওয়া হয়। গতকাল সকালে সৃষ্ট ওই ঘটনা থেকেও আজ বৃহস্পতিবার শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে।
শিল্প পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘এল ইস্কয়ার লিমিটেড নামের কারখানায় শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
অসুস্থ কতজন হাসপাতালে ভর্তি আর কতজন চিকিৎসায় সুস্থ হয়ে বাসায় ফিরেছে তার হিসাব নেওয়া হচ্ছে। তবে অসুস্থের সংখ্যা ৬০ হতে পারে।’
ভালুকা উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইন বলেন, ‘ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা অসুস্থ শ্রমিকদের মাঝে ৭ জন ভর্তি আছে। তারা সবাই আশঙ্কামুক্ত। অন্য ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ অসুস্থরা গণমনস্তাত্বিক সমস্যায় আক্রান্ত হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
মন্তব্য করুন