ভিডিও বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানকে কুপিয়ে হত্যা

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানকে কুপিয়ে হত্যা, ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিজান গকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা মিজান রাত ৮টার দিকে ওই ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ৬-৭ জনের সাথে বসে গল্প করছিলেন, এসময় বিদ্যুৎ ছিল না। তখন কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। স্থানীয়রা আরও জানায়, কয়েক মাস আগেও তাকে হত্যার জন্য হামলা করা হয়েছিল।  
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধের মুখে গাজায় খাবার-জ্বালানি-ওষুধ সরবরাহ বন্ধ

রিয়াদের বিদায়ে যা বললেন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক

মাগুরার শিশুর মৃত্যু : শোক জানিয়ে দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার

মাহমুদউল্লাহর বিদায়ে স্ত্রী মিষ্টির আবেগঘন বার্তা

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা : ট্রাম্প

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মুখোমুখি যারা