বগুড়ার সান্তাহারে পৌর মুক্তিযোদ্ধা সংসদে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর মুক্তিযোদ্ধা সংসদে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনার একমাস পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর সান্তাহার পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুল ইসলাম বাদি হয়ে এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে সান্তাহার পৌর এলাকার কিছু ব্যক্তি মাইক্রোবাস স্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত সান্তাহার পৌর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর, মূল্যবান কাগজপত্রসহ সর্বস্ব লুট করে নিয়ে যায় এবং সংসদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
আরও পড়ুনএসময় বাধা দিতে গেলে হামলাকারীরা বাদির ওপর চড়াও হয়ে নানা হুমকি দেয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী থানায় জিডি’র বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপ-পরিদর্শক বকুল হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন