ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত

বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের উদ্দিরকোলা বাজার এলাকায় বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছে।

শনিবার রাত দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মেডিকেল ফাঁড়ির এসআই লালন করতোয়াকে জানান, নিহত যুবকের নাম বিপুল (২২)। তিনি শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ার জুয়েলের ছেলে।

স্থানীয়রা জানান রাত দশটার দিকে বিপুল সহ তিনজন একটি মোটর সাইকেলে চেপে গাবতলী যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে তারা সদরের ওই এলাকায় দুর্ঘটনায় পতিত হন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সাথে তাদের বহনকারী মোটরসাইকেল এর সংঘর্ষ হয়।

আরও পড়ুন

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে বিপুল নিহত এবং মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। আহতদের মধ্যে একজনের নাম শামীম বলে জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, মানুষ দুর্ভোগে

খালাস পেলেন খালেদা জিয়া

সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট গ্রেফতার

সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা 

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস