ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

বগুড়ায় যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা

বগুড়ায় যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কামাড়গাড়ীতে এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। তার নাম নূর মোহাম্মদ (৩৫)। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। নূর মোহাম্মদ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া থাকতেন। নূর মোহাম্মদ গুরুতর আহত হয়ে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হামলাকারী সন্দেহে নূর মোহাম্মাদের আপন বড় ভাই আব্দুল মজিদকে (৪২) ঘটনাস্থল থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই দুলাল হোসেন। 

হামলার শিকার নূর মোহাম্মাদের ছেলে মেহেদি হাসান বলেন, তার বাবার সাথে তার চাচাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এসব ব্যাপারে বগুড়ার আদালতে মামলা বিচরাধীন। আজ মঙ্গলবার আদালতে মামলার হাজিরা দিয়ে রিকশাযোগে জামিলনগর ফেরার পথে কামাড়গাড়ী রেলঘুমটির কাছে তার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। মেহেদি হাসান আরও বলেন, তার বাবাসহ তিনজন রিকশায় ছিলেন, পিছন থেকে হত্যার জন্য রামদা দিয়ে কোপানো হয়। এসময় উত্তেজিত জনতা তার বড় চাচা আব্দুল মজিদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবজাতকের কান্না মাটির নিচ থেকে ভেসে আসছিল, কাটা হয়নি নাড়িও

এগিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির অবিশ্বাস্য ড্র 

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সরিয়ে দেওয়া হয়েছে

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার