বরগুনায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বরগুনায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার (৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঘটবাড়িয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা গ্রামের মো. জাজাল চৌকিদারের ছেলে।তিনি বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হলে পথিমধ্যে দুর্ঘটনায় নিহত হন। এসময় এক পথচারীসহ আরও দুজন গুরুতর আহত হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনবরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, দুর্ঘটনার শিকার হলে গুরুতর অবস্থায় তিনজনকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এবং অপর দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মন্তব্য করুন