ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

খালে ৩ ঘণ্টা ডুবে থাকা ধর্ষণ মামলার আসামি আটক

খালে ৩ ঘণ্টা ডুবে থাকা ধর্ষণ মামলার আসামি আটক

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর মির্জাগঞ্জে খালে ঝাঁপ দিয়ে একটি ধর্ষণ মামলার আসামিকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আটক করতে সক্ষম হয় পুলিশ। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে কচুরিপানা ভরা খালে ঝাঁপ দেন ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি বেলাল হোসেন (৩৮)। সঙ্গে সঙ্গে পুলিশও ঝাঁপ দেয় খালের পানিতে।

রোববার (৬ অক্টোবর) বিকেলে মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আসামি বেলাল নিজ গ্রামের একটি খালের পাড়ে কাজ করছিল। এ খবর পেয়ে তাকে আটক করতে অভিযানে নামে মির্জাগঞ্জ থানা পুলিশ সদস্যরা।পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কচুরিপানায় ভর্তি খালের পানিতে ঝাঁপ দেন। পরে তিন ঘণ্টার চেষ্টায় কচুরিপানার মধ্য থেকে বেলালকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মো. বেলাল হোসেন মির্জাগঞ্জ থানায় করা একটি ধর্ষণ মামলার আসামি। গত জুলাই মাসে বেলাল হোসেন ও বশির উদ্দিনের নামে একটি ধর্ষণ মামলা করেন এক নারী। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন।

 মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, আসামি বেলাল দূর থেকে আমাদের চিনতে পেরে খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে পড়ে। সে খুব চালাক প্রকৃতির লোক। তাকে কচুরিপানার মধ্যে থেকে ধরতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।

মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, এসআই মো. এনামুল হকের নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ অভিযানে অনেক চেষ্টার পর বেলালকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা

‘আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না’

রাজশাহী বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ