ভাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত ১
নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নুর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুননিহত নুর ইসলাম ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামের বাসিন্দা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আনাম জানান, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আমরা সিসিটিভি ফুটেজ দেখে পরিবহনকে শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন