সিরাজগঞ্জের রায়গঞ্জে বসতবাড়িতে অগ্নিকান্ড
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে বসতবাড়িতে অগ্নিকান্ডে ৩টি গরু, টিনের ঘর, আসবাবপত্রসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বিলধামাই গ্রামে ছানোয়ার হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে পুরো আগুন ছড়িয়ে পড়লে বাড়িতে থাকা ৩টি টিনের ঘর ও ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুনএবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য জহুরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য ছোলাইমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের কাছে আবেদনের পরামর্শ দেন।
মন্তব্য করুন