ধামইরহাটে সীমান্তে ভারতে প্রবেশকালে ৩ চোরাকারবারি বিএসএফের হাতে আটক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করায় তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ। রাতে মাদক নেয়ার জন্য তারা ভারতে প্রবেশ করে। আটক তিন চোরাকারবারিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবি।
উপজেলার ধামইরহাট ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর চকরহমত গ্রামের স্থানীয় জনগণ এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজিব হোসেন বলেন, রাতে তিনজন মাদক চোরাকারবারি মাদক নেয়ার জন্য সীমান্ত মেইন পিলার ২৭১ এর সাব পিলার ২ এর কাছে দিয়ে ভারতে প্রবেশ করে।
ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে আটক করে। আটক চোরাকারবারিরা যে নাম ও ছবি পাঠিয়েছে সেই নামে উত্তর চকরহমত ও আশপাশের গ্রামে কেউ নেই। ধারণা করা হচ্ছে তারা অন্য এলাকার লোকজন।
আরও পড়ুনএদিকে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি তিন মাদক চোরাকারবারি বিএসএফের হাতে আটকের ঘটনা স্বীকার করে বলেন, ঘটনা জানার পর থেকে আটককৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরে আনার জন্য বিএসএফ ১৩৭ পতিরাম ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন