তরমুজের দাম নিয়ে সংঘর্ষে দুই গ্রামের ৩০ জন আহত
মফস্বল ডেস্ক : হবিগঞ্জে তরমুজ কেনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় দুটি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে শহরের শায়েস্তানগর এলাকায় মোহনপুরের রাজু নামে এক তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে পার্শ্ববর্তী বহুলা গ্রামের সৈয়দ আলী তরমুজ কেনেন। এসময় তরমুজের দর নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে এতে দুই গ্রামের লোকজন জড়িয়ে পড়েন। একপক্ষ অন্যপক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় প্রধান সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রাত ১১ টার দিকে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুনহবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন