ভিডিও

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : ২৫ ঘণ্টায়ও শেষ হয়নি উদ্ধার অভিযান

প্রকাশিত: মে ০৪, ২০২৪, ০২:২৪ দুপুর
আপডেট: মে ০৪, ২০২৪, ০৬:১১ বিকাল
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : গাজীপুরের কাজীপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেন ধাক্কার ঘটনার ২৫ ঘণ্টা পার হলেও শেষ হয়নি উদ্ধার অভিযান। আজ শনিবার (৪ মে) দুপুর ১২টার পরেও অভিযান চলছে। তবে ঢাকা-জয়দেবপুর সড়কের ডাবল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বগি লাইনচ্যুত ও চারজন আহত হয়েছেন।

আরোও পড়ুন: মুন্সিগঞ্জে সড়কে ঝরলো একই পরিবারের তিনজনের প্রাণ

জয়দেবপুরের স্টেশনের স্টেশনমাস্টার হানিফ মিয়া গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম রুটের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ থাকে। বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত ৫টি বগির মধ্যে তিনটি বগি সরিয়ে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়। এছাড়া যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত ৪টি বগি রেললাইনের পাশে রাখা হয়েছে। দুটি ইঞ্জিন ও ওয়াগনের দুটি বগি উদ্ধার তৎপরতা চলছে। আজ শনিবার দুপুরের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে বলে আশা করেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS