ভিডিও

চুয়াডাঙ্গায় সাপের দংশনে ১ শিশুর মৃত্যু

প্রকাশিত: জুন ২২, ২০২৪, ০২:০৭ দুপুর
আপডেট: জুন ২২, ২০২৪, ০২:০৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিষধর সাপের দংশনে আজমির হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুন) বিকেলে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। আজমির ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ার জাহিদুল ইসলামের ছোট ছেলে।

মৃত শিশুর স্বজনরা জানান, বিকেলে বাড়ির পাশে খেলছিল আজমির। সে ইঁদুরের গর্তে হাত দিলে একটি বিষধর সাপ তার হাতে দংশন করে। শিশুটি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলে স্বজনরা তাকে গ্রামের একজন ওঝার (কবিরাজ) কাছে নিয়ে যান। এ সময় আজমিরকে ইঁদুরে কামড় দিয়েছে বলে জানান ওঝা। কিন্তু পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজন অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আজমিরের নামাজের জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS