ভিডিও

রাসেলস ভাইপার আতঙ্কে অতিষ্ট নোয়াখালীবাসি  

প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০১:৪৮ দুপুর
আপডেট: জুন ২৪, ২০২৪, ০৮:০১ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া নিউজ ডেস্ক:  নোয়াখালীতে বিষাক্ত সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত জোয়ারের দ্বীপ উপজেলা হাতিয়ায় আতঙ্কের মাত্রা বেশি।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, জরুরি ভিত্তিতে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে। এরমধ্যে হাতিয়ায় ৫০ ভায়াল (১০ ইনজেকশনে এক ভায়াল) মজুত রয়েছে।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, নদীবেষ্টিত হওয়ায় নোয়াখালী জেলার সবকটি উপজেলায় বিষাক্ত সাপের উপদ্রব রয়েছে। এরমধ্যে রাসেলস ভাইপার নামে সাপের আতঙ্ক বিরাজ করায় প্রত্যেক উপজেলা হাসপাতালসহ জেনারেল হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার বাসিন্দা শাকিল বলেন, শুক্রবার রাতে আমাদের পাশের এলাকা চরকাঁকড়ার উকিলপাড়া এলাকার মসজিদের পাশে মুসল্লিরা একটি সাপ পিটিয়ে মারে। যা দেখতে অবিকল রাসেলস ভাইপারের মতো। এরপর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিরল প্রজাতির ‘ইয়েলো-বেলাইড সি’ সাপের দেখা মেলে। চরঈশ্বর ইউনিয়নের কাজীর বাজারের কমলার দীঘি সমুদ্র সৈকতে সাপটি দেখেন স্থানীয়রা। সাপটির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS