ভিডিও

ছাত্রলীগ সভাপতির নামে বাইক চুরির অভিযোগ করেছে গোয়েন্দা পুলিশ

প্রকাশিত: জুলাই ০৯, ২০২৪, ০৩:২০ দুপুর
আপডেট: জুলাই ০৯, ২০২৪, ০৩:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: মাদারীপুরে ছাত্রলীগ সভাপতির নামে বাইক চুরির অভিযোগ করেছে গোয়েন্দা পুলিশ। জেলার শিবচর উপজেলায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মোল্লার নামে মোটরসাইকেল চুরির ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ।  

মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এস এ এম ফরহাদ রাহী মীর অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সাদ্দাম মোল্লা শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অছিম বেপারীর কান্দি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে।  

দাখিলকৃত অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি টিম শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের শরীফকান্দি এলাকা থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকালে চোর চক্রের সদস্য সাইমুন হাওলাদার নামে একজনকে আটক করা হয়। গ্রেফতার সাইমুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ‘চোরাই মোটরসাইকেলটি সাদ্দাম মোল্লা ও মাসুম মুন্সী তার কাছে রেখেছেন বিক্রয়ের জন্য। পরে সাইমুনের দেওয়া তথ্য অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত করেন মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস এ এম ফরহাদ রাহী মীর। তিনি ঘটনা তদন্ত করে গত ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আসামি সাদ্দাম মোল্লা অভ্যাসগতভাবে অজ্ঞাতনামা তিন থেকে চারজন চোরের সহায়তায় দেশের বিভিন্নস্থানে চুরি হওয়া মোটরসাইকেল স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রি করতেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, ‘সাদ্দাম মোল্লা দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করেন। আমিও একটা ইয়ামাহা বাইক কিনেছিলাম। পরে আমি জানতে পারি বাইকটি মূলত কাগজবিহীন। এটা নিয়ে সালিশ মীমাংসাও হয়েছে। ’

তবে বাইক চুরির ঘটনায় অভিযোগপত্র দাখিলের বিষয়ে কিছুই জানেন না বলে জানান অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাদ্দাম মোল্লা। তিনি বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS