বগুড়ার দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ সাতজন গ্রেপ্তার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ডাকাহার গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে অর্থ মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি আবু ওবায়দা হোসেন, চামরুল ইউনিয়নের বেড়ুঞ্জ গ্রামের আবু কালামের স্ত্রী ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মোমেনা বিবি। একই রাতে পুলিশ তালোড়া গয়াবান্দা কালীচাপড়া মাঠে তাস দিয়ে জুয়া খেলার সময় সেখানে অভিযান চাালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করে।
তারা হলো তালোড়া মিঞাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে লিটন হোসেন (২০), শাহ্পাড়া গ্রামের মৃত কছির শাহ্র ছেলে নজরুল শাহ্ (৫২), মুন্সিপাড়া গ্রামের মুকতার প্রামানিকের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৩৪), মৃত আব্দুল মজিদের ছেলে মতিউর রহমান (৩১) ও আব্দুস সামাদের ছেলে আনোয়ার প্রামানিক (৫৫)।
আরও পড়ুনপুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলার দুই সেট তাসসহ প্লাস্টিক বস্তা ও ১ হাজার ৪৬০ টাকা উদ্ধার করেছে। ওই রাতেই তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন