ভিডিও

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০১:৩০ দুপুর
আপডেট: জুলাই ১৮, ২০২৪, ০১:৩০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সাভারে একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে আশুলিয়ায় কাঠগড়া উত্তরপাড়া এলাকায় শ্রাবণী নীট ওয়ার নামে একটি পোশাক কারখানার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুম।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত জানা যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, সকাল ৭টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটিতে কোনো শ্রমিক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ওই কর্মকর্তা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS