ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাভারে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ১ আন্দোলনকারী নিহত 

সাভারে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ১ আন্দোলনকারী নিহত 

নিউজ ডেস্ক: সাভারে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইয়ামিন (২৪) নামে এক আন্দোলনরত শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। 

নিহত ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

শিক্ষার্থীরা জানান, কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সকাল থেকে সাভারে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে দফা দফায় সংঘর্ষ ঘটে। এ সময় ছাত্রলীগ ও পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া করে। পরে শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করে। এক পর্যায়ে ইয়ামিন গুলিবিদ্ধ হয়। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

ডা. মিরাজুল রায়হান পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় আনা হয়। তার বুকে গুলি চিহ্ন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার

ধর্মান্তরিত সেই আকাশ এখন আলোচিত ‘খুনি’